Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে বিনামূল্যে ২শ ছাত্রীর রক্তের গ্র“প নির্ণয়

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে বিনামূল্যে ২০০ জন ছাত্রীর রক্তের গ্র“প নির্ণয় করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে দিনব্যাপি বিনামূল্যে ব্লাড গ্র“পিং কার্যক্রমের আয়োজন করে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ প্লাটুন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ সত্যেন্দ্র চন্দ্র শীল।
উপাধ্যক্ষ প্রফেসর মোঃ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জ্বল ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান। এ সময় শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রফেসর নাজমুল হক বলেন, তার তত্ত্বাবধানে কলেজের সকল ছাত্র-শিক্ষকের সহযোগিতায় বিনামূল্যে এই আয়োজন করেছে বিএনসিসি। এতে দুই শতাধিক ছাত্রীর রক্তের গ্র“প নির্ণয় করা হয়। লেখাপড়ার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দানে মানুষ বড় হয়। ছাত্রজীবনেই শিক্ষার্থীরা বিনামূল্যে রক্তের গ্র“প নির্ণয় করে দিচ্ছে। এটাও একটি দানশীল কাজ। তাদের এই আয়োজন ভবিষ্যত কর্মজীবনে ভাল প্রভাব ফেলবে।