Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে তানিয়া ॥ দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে ন্যায় বিচার’

স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল বলেছেন, ‘অসহায় মানুষের দিকে আমাদেরকে হাত বাড়িয়ে দিতে হবে’। দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে ন্যায় বিচার’। তিনি বলেন, গত বছরের মে মাসে হবিগঞ্জে যোগদানের পর থেকে এখন পর্যন্ত ২ হাজার ৬শত ৭টি মামলা নিস্পত্তি করেছি। ১১ শত নিষ্পত্তিকৃত পুরাতন মামলার নথি ও জব্দকৃত ১০ মন গাজাঁ আগুনে ধ্বংস করা হয়েছে। আরও প্রায় শত মন গাজাঁ অচিরেই ধ্বংস করা হবে। সম্মিলিত আন্তরিক প্রচেষ্টা থাকলে মামলার জট থেকে বেড়িয়ে আসা সম্ভব’। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় হবিগঞ্জের চীফ জুডিসিয়াল কনফারেন্স হলে অনুষ্ঠিত ‘পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স’-এ সভাপতির বক্তব্যে তিনি উপরোল্লিখিত কথা গুলো বলেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহিনুর আক্তার। এ ছাড়াও উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারকগণ, জেলা পুলিশ সুপার প্রতিনিধি, র‌্যাব-৯ এর প্রতিনিধি, বিভিন্ন প্রশাসনিক দপ্তর প্রধান, জেলার সকল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ও সাংবাদিকবৃন্দ। কনফারেন্সে বিভিন্ন থানার ওসিগণ তাদের সমস্যার কথা তুলে ধরলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তা মনযোগ সহকারে শুনেন এবং সমস্যা দূরীকরণের ল্েয তাৎণিক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করেন।