Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির উদ্যোগে ভাষা শহীদের স্মরণে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ ইং এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নবীগঞ্জ জে.কে স্কুল মাঠ প্রাঙ্গনে সূর্য্য তরুণ স্পোটিং ক্লাব বনাম নয়মৌজা ইউনাইটেড ক্লাব এর মধ্যেকার খেলা অনুষ্ঠিত হয়। এতে সূর্য্য তরুণ স্পোটিং ক্লাব ২০ ওভারে ৮ ইউকেট হারিয়ে ১৬৭ রান করে এর জবাবে নয়মৌজা ইউনাইটেড ক্লাব সবকটি ইউকেট হারিয়ে ৮৮ রান করকে সক্ষম হয়। এতে করে ৭৯ রানে জয় লাভ করে সূর্য্য তরুণ স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। নবীগঞ্জ উপজেলা ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি নুরুল আমিন চৌধুরী জুয়েল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওহি দেওয়ান চৌধুরীর পরিচালনায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন এমপি শাহনওয়াজ মিলাদ গাজী। তিনি বলেন- নবীগঞ্জে অচিরেই মিনি স্ট্যাডিয়াম হবে। খেলাধুলা যুব সমাজকে মাদকাসক্ত থেকে দূরে রাখতে সাহায্য করে। তাই খেলাধুলার বিকল্প নাই। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান এডঃ গতি গবিন্দ্র দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-সাবেক মেম্বার রফিক মিয়া, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, আওয়ামীলীগ নেতা এটি.এম রুবেল, সদরুল আমিন পাভেল, লিংকন আহমেদ, নুরুল হক, রুহেল আহমেদ, জুয়েল আহমেদ, শাওন আহমেদ, শয়ন আহমেদ প্রমুখ। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোঃ আমিনুল ইসলাম ও সুমন আহমেদ।