Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রতারক চক্রের খপ্পরে পড়ে মা শয্যাশায়ী হবিগঞ্জ শহরে দুবাই প্রবাসীর টাকা আত্মসাত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে দুবাই প্রবাসী ও তার মায়ের টাকা পয়সা আত্মসাত করে সর্বশান্ত করেছে একটি প্রতারক চক্র। শুধু তাই নয়, তাদের হুমকি-ধামকির কারণে সর্বস্ব হারিয়ে দুবাই প্রবাসীর মা লাল বানু মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে। এমনকি ওই প্রতারক চক্র দুবাই প্রবাসীর বিরুদ্ধে একটি মিথ্যা মামলাও দায়ের করেছে। মুমুর্র্র্ষু অবস্থায় শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা হাসান আলী খন্দকারের স্ত্রী ও দুবাই প্রবাসী নুরুল আফসার খন্দকার রুবেলের মা লাল বানু (৬০) কে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তিনি জানান, চুনারুঘাট উপজেলার আসামপাড়া গ্রামের বাসিন্দা ও বর্তমান শ্যামলী এলাকার ভাড়াটিয়া জাহেদ উদ্দিন মাস্টার ও তার স্ত্রী পরিবার পরিকল্পনার স্বাস্থ্য কর্মী নাজমা আক্তার আত্মীয়তার সুবাধে জায়গা বিক্রি করার কথা বলে রুবেল ও তার মায়ের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেয় এবং সম পরিমানে একটি চেক দেয়। এছাড়াও দুবাই থেকে রুবেল আরও টাকা পাঠায়। পরবর্তীতে কৌশলে প্রতারক চক্রটি তাদের দেয়া চেক আবার ফেরত নেয়। কিন্তু এসব টাকা স্বামী স্ত্রী আত্মসাত করে জায়গা গোপনে অন্যত্র বিক্রি করে দেয় এবং তাদের সাথে নানা রকম টালবাহান শুরু করে। এতে তারা তাদের দেয়া নগদ টাকা ফেরত চাইলে তাদের উপর শুরু হয় বিভিন্নভাবে হুমকি ধামকি। এক পর্যায়ে তাদের প্রাণে হত্যার হুমকির কারণে লাল বানু ও তার পুত্র বধূদের নিয়ে অন্যত্র চলে যান। পরবর্তীতে গত বৃহস্পতিবার লাল বানু টাকার শোকে ও তাদের হুমকি-ধামকির কারণে স্ট্রোক করে হাসপতালে ভর্তি হয়। তিনি আরও জানান, ওই প্রতারক চক্রটি তাদের পাওনা টাকা আত্মসাত করার জন্য তার পুত্র দুবাই প্রবাসী রুবেলের উপর একটি বানোয়াট ও মানহারিকর মিথ্যা মামলা দায়ের করে। তিনি প্রতারক চক্রের হাত থেকে বাচার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।