Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না-এমপি মিলাদ গাজী

নবীগঞ্জ সংবাদদাতা ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন, যে নেতার জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশের জন্ম হতো না। তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুতের আওতায় আগামী জুনের মধ্যে নবীগঞ্জের প্রতিটি ঘরে বিদ্যুত প্রদান করে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে। গতকাল রবিবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীর শিশু দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলানায়তনে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন-হাসানের সভাপতিত্বে এবং উপজেলা প্রজেক্ট অফিসার শাকিল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ, হবিগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি শাহেদ গাজী, ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, আলী আহমদ মুছা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার মৌলাদ হোসেন কাজল, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু অধিকারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান আহমদ খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, পৌর সভার প্যানেল মেয়র এটিএম সালাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ শাহনুর আলম ছানু।
বক্তব্য রাখেন উপজেলা মহিলা লীগের সভাপতি দিলারা হোসেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব নিজামুল হক চৌধুরী। বঙ্গবন্ধুর ৭ মার্চের উপর ভাষন দেন ছাত্রী সামিয়া মুকিত চৌধুরী। পরে দিবসটি পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ৭ মার্চের ভাষনে প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।