Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র দাস গ্রন্থাগার মফস্বলের আলোর বাতিঘর

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশের গ্রাম-গঞ্জে তথা মফস্বল অঞ্চলে যে সকল ছোট ছোট গ্রন্থাগার প্রান্তিক মানুষের পাঠ চাহিদা পূরণ সহ সমাজকে আলোকিত করতে আলোর বাতিঘর হিসেবে কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে একটি বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার। গ্রন্থাগারটি পূর্বে এলাকার বরেণ্য ব্যক্তিত্ব, খ্যাতিমান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রবীন্দ্র চন্দ্র দাসের ব্যক্তিগত একটি সংগ্রহশালা হলেও বর্তমানে তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত একটি গ্রন্থাগার।
“বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ১.৫ কিলোমিটার পশ্চিমে মুক্তাহার গ্রামে অবস্থিত। গ্রন্থাগারটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৫ সালের ২২ ডিসেম্বর। এর পাঠ কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক, মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি মেজর (অবঃ) সুরঞ্জন দাস। এর কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠাতার বাড়ির বাংলো ঘরে। অস্থায়ী ভবনে পরিচালিত হলেও প্রতিষ্ঠানটি বর্তমানে ৭নং করগাঁও ইউনিয়নের একমাত্র ও নবীগঞ্জ উপজেলার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে একমাত্র নিবন্ধনকৃত গ্রন্থাগার। মোট বইয়ের পরিমান ৫ শ ৫০টি এবং এর সদস্য সংখ্যা ১শ ১১ জন। আছে পূর্ণঙ্গ একটি মানসম্মত গঠনতন্ত্রও। পাঠকদের অধিকাংশই হাইস্কুল ও কলেজের ছাত্র।