Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে হাট-বাজার ইজারার পাওনা টাকা নিয়ে বিরোধ ॥ সংঘর্ষে আহত ২০

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ছাত্রদল নেতা ও যুবদল নেতার মধ্যে বাজারের ইজারার টাকা ভাগবাটোয়ারা বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে গতকাল রাত সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল ও একই গ্রামের যুবদল নেতা মিষ্টু মিয়ার মধ্যে হাটবাজার ইজারার টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল রাত সাড়ে ৯টার দিকে জহিরুল ইসলাম সোহেল কয়েকজনকে নিয়ে পৌরসভার হাট বাজারের ইজারার পাওনা টাকা চাইতে নতুন বাজার এলাকায় মিষ্টু মিয়ার নিকট যায়। এ সময় পাওনা টাকা নিয়ে উবয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। ধাওয়া পাল্টা ধাওয়ায় নতুন বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদে আশ্রয় নেয়। পথচারীরা যে যেদিকে পারে পালিয়ে আত্মরক্ষা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে সাবেক কমিশনার আব্দুস সালাম (৬৫)কে সিলেট ও লেবু মিয়া (৩৮), জহিরুল ইসলাম সোহেল (২৮), নোমান আহমেদ (২১) ও হাদী মাহমুদকে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।