Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভারতে সিমেন্ট রপ্তানীর নামে তুঘলকি কারবার

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের বাল্লা স্থলবন্দর দিয়ে ভারতে সিমেন্ট রপ্তানীর নামে চলছে তুঘলকি বাণিজ্য। উভয় দেশের কাষ্টম কর্মকর্তাকে ম্যানেজ করে সিমেন্ট পাচার করার কারণে বিজিবি বা অন্যান্য সংস্থা চোরাই মালামাল আটক করতে পারছেনা। কি পরিমান মালামাল ভারতে চালান হচ্ছে সে হিসেবও কেউ রাখতে পারছেন না। ব্যবসা চলছে ব্যবসায়ীদের নিজস্ব আইনে। ১১ এপ্রিল বাল্লা এলসি ষ্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসামপাড়া বাজারের ভুইয়া এন্টারপ্রাইজ নামের এক প্রতিষ্টান থেকে ৩১২ বস্তা ‘সেভেন রিং’ সিমেন্ট আটক করার পর বাল্লা স্থলবন্দর দিয়ে আমদানী-রপ্তানী বাণিজ্য নিয়ে শুরু হয়েছে নতুন হিসেব-নিকাশ। ওই মালামাল আটকের পর পরিবহন সংস্থা, কাষ্টম কর্মকর্তা, সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্টান ও ভারতীয় ব্যবসায়ীদের মাঝে চলছে তোলপাড়। কিভাবে রপ্তানীযোগ্য সিমেন্ট খোলা বাজারে বিক্রি করা হয়েছে তার কোন উত্তর নেই। স্থানীয় সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার বাল্লা স্থল বন্দরটি চালু হওয়ার পর আলম এন্টারপ্রাইজ ও মেসার্স কালাম এন্টারপ্রাইজসহ আরো কয়েকটি প্রতিষ্টান বাল্লা স্থলবন্দর দিয়ে ‘ফ্রেস, টাইগার, সেভেন রিং, আট্রাট্রেক’সহ কয়েক জাতের সিমেন্ট ভারতে রপ্তানী শুরু করে ত্রিপুরার আমদানীকারক সঞ্জিত রঞ্জন পাল নামের এক ব্যবসায়ীর মাধ্যমে। যথাযথ কাগজ-পত্র ঠিকঠাক করে প্রতি সপ্তাহে সিমেন্ট কোম্পানীর নিজস্ব ট্রাকে করে এ মালামাল পৌছে দেয়া হয় গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে। এখান থেকে এ মালামাল স্থানীয় কেয়ারটেকারের মাধ্যমে পৌঁছে দেয়া হয় ত্রিপুরায়। মালামাল ভারতের পৌছে দেয়ার সময় কাষ্টম কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামুলক হলেও বাল্লায় এসবের কোন বালাই নেই। সূত্র জানায়, খোলা বাজারে শুল্কমুক্ত সিমেন্টের দাম বস্তা প্রতি ৫০/ ৬০ টাকা বেশী থাকায় এবং ভারতে প্রতি ২ হাজার ব্যাগ সিমেন্টের জন্য ১ লাখ ২০ হাজার টাকার ভ্যাট-ট্যাক্স ফাঁকি দেয়ার কৌশল হিসেবে ওই সিমেন্ট ভারতের ব্যবসায়ীরা নানা কৌশলে খোলা বাজারে বিক্রি করে ফায়দা লুটে নিচ্ছে। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমান রাজস্ব। ৩১২ বস্তা সিমেন্ট জব্দ হওয়ায় সিমেন্ট রপ্তানীর সাথে জড়িত ব্যক্তিরা নানা ধরণে কথাবার্তা বলছেন। তবে আলম এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আলম বলেন, জব্দকৃত সিমেন্ট তার নয়। তিনি ১ এপ্রিল যথারীতি ওই সিমেন্ট ভারতের ব্যবসায়ীর হাতে তুলে দিয়েছেন। যার কাগজ-পত্র তার কাছে সংরক্ষিত রয়েছে। তাকে ফাঁসানোর জন্য একটি কুচক্রী মহল ভারত থেকে মালামাল ফেরত এনে তা কাষ্টম কর্মকর্তাকে দিয়ে জব্দ করিয়েছে। কাষ্টম কর্মকর্তা লনি চন্দ্র দাস বলেন, খোলাবাজারে রপ্তানী যোগ্য সিমেন্ট বিক্রির কোন সুযোগ নাই। তিনি এর বেশী কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। ভুইয়া এন্টারপ্রাইজের মালিক সুজাত ভুইয়া বলেন, তার প্রতিষ্টান থেকে জব্দ হওয়া সিমেন্টগুলো ২৭ মার্চ ক্যাশ মেমোর মাধ্যমে ভৈরবের হাজী এন্টারপ্রাইজ থেকে কিনেছেন।