Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী মশিউর রহমান শামীমের ১৪ দফা ইশতেহার ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা মার্কা) জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম ১৪ দফা ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল বুধবার বেলা ১২টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মর্তুজ আলী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সালেহ আহমেদ, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রানা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে মশিউর রহমান শামীম বলেন, জননেত্রী শেখ হাসিনা আমার উপর বিশ্বাস ও আস্থা রেখে নৌকার টিকিট তুলে দিয়েছেন। আমি আশাবাদি আগামী ১০ মার্চের নির্বাচনে জনগণ নৌকা মার্কাকে বিজয়ী করে এ আস্থার প্রতিদান দিবেন। নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে তিনি হবিগঞ্জ সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান বলেও জানান। এছাড়াও তিনি সদর উপজেলাবাসির উন্নয়নে ১৪ দফা ইশতেহার ঘোষণা করেন। ১৪ দফা ইশতেহার হল, ১. শিক্ষার প্রসার, ২. দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধ, ৩. সস্ত্রাসবাদের নিরসন, ৪. চিকিৎসা ক্ষেত্রের উন্নয়ন, ৫. অবকাঠামোগত উন্নয়ন, ৬. মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ৭. দূর্নীতি প্রতিরোধ, ৮. বেকারত্ব নিরসন, ৯. সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, ১০. সরকারী সেবা নিশ্চিত করণ, ১১. দারিদ্র নিরসন, ১২. বিভিন্ন শ্রেণী পেশার উন্নয়ন, ১৩. নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ, ১৪. শিশুদের জন্য দৃষ্টি নন্দন পার্ক নির্মাণ। এছাড়াও সংবাদ সম্মেলনে তিনি হবিগঞ্জ সদর উপজেলা পরিষদকে ঢেলে সাজানোর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।