Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রত্যেক মানুষ ডিজিটাল বাংলাদেশের স্বাদ ভোগ করছে-মিলাদ গাজী এমপি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এদেশের প্রত্যেক মানুষ ডিজিটাল বাংলাদেশের স্বাদ ভোগ করছে। প্রতিটি ঘর বিদ্যুৎতের আলোয় আলোকিত হবে। কয়েক মাসের মধ্যেই নবীগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঝিটকিয়া, ফুটারচর, বানুদেব, সরফরাজপুর গ্রামে ৩৬ লাখ টাকা ব্যয়ে ১০৮ পরিবারের মধ্যে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি উপরোক্ত কথাগুলো বলেন। দেবপাড়া ইউনিয়নের ঝিটকিয়া বটতলায় বেলা ২টায় বিদ্যুতায়ন উপলক্ষে আলোচনা সভায় স্থানীয় ইউপি সদস্য আঃ আজিজ এর সভাপতিত্বে ও আনছার তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী।
বিশেষ অতিথি ছিলেন, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল মুহিত চৌধুরী, পল্লী বিদ্যুৎ এর এজিএম মোঃ রুহুল আমীন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লিলু মিয়া চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহমদ, অনু আহমদ, নুরুল হক, জয়নাল হোসেন, আলকাছ মিয়া, অলি মিয়া, আমিন, ফখরুল ইসলাম সহ আরও অনেকেই। অনুষ্টানে সুইচ টিপে বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধান অতিথি গাজী শাহনওয়াজ মিলাদ গাজী এমপি।