Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট সাংবাদিক ফোরামের বনভোজন সম্পন্ন

dav

চুনারুঘাট প্রতিনিধি ॥ চলছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে বইছে বসন্ত বাতাস। মাঝে মাঝে কোকিলের ডাক শোনা যায়। গাছে গাছে নতুন পাতা ক্রমশ সবুজ হচ্ছে। উৎসবে রঙিন হওয়ার মত সুন্দর আবহ। এমন সুন্দর আবহকে কি অবহেলা করা যায়? অন্যরা অবহেলার মত বোকামী করলেও চুনারুঘাট সাংবাদিক ফোরাম ৪ মার্চ সোমবার আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছিল। বনভোজনের মাধ্যমে ব্যতিক্রমধর্মীভাবে সপরিবারে উদযাপনের মাধ্যমে এ দিনটাকে তারা অতিবাহিত করেছে।
চুনারুঘাট উপজেলার গহীন বনে রানীগাঁওয়ে অবস্থিত গ্রীণল্যান্ড পার্কে সাংবাদিকদের সাদরে গ্রহণ করেন পার্কের স্বত্ত্বাধিকারী সৈয়দ সোহাগ হকের লোকেরা।
সোমবার সকালে ১১টায় যাত্রা শুরু হয় ওই পার্কের উদ্দেশ্যে।
এতে প্রধান অতিথি ছিলেন-লন্ডন প্রবাসী জি আর ফাউন্ডেশন ইউকে’র ফাউন্ডার চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোঃ গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন-তরফবার্তার সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, সাংবাদিক ফোরামের আজীবন সদস্য শেখ আহাম্মদ আলী, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোঃ মামুন চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সম্পাদক ফারুক মাহমুদ, প্রেসক্লাব সদস্য এস আর রুবেল মিয়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হেলাল আহমেদ, সাংবাদিক ফোরামের আজবীন সদস্য ও ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম, গোলগাঁও তরুণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফয়সাল আহমেদ তুষার, প্রবাসী শেখ সজল, আরিফ ও রুমান আহমেদ। উপস্থিত ছিলেন-চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সহ-সভাপতি আব্দুল হাই প্রিন্স, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, যুগ্ম-সম্পাদক এসএম শওকত আলী, সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের আলম, অর্থ-সম্পাদক এমএম জিলানী আখনজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিরুজ্জামান শিপন, দপ্তর সম্পাদক কাজী মিজান, সদস্য শেখ হারুনুর রশীদ, শাহজাহান জলি, হারুনুর রশিদ চৌধুরী, লিটন মুন্ডা। এছাড়া ফোরাম নেতৃবৃন্দের পরিবারের সদস্যরাও এতে অংশগ্রহণ করেন। বনভোজনে ফোরামের পক্ষ থেকে অতিথিদেরকে উপহার প্রদান করা হয়।