Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইকবাল খানের অভিযোগ ॥ এমপি মজিদ খান আচরণবিধি ভঙ্গ করে নৌকাকে বিজয়ী করার চেষ্টা করছেন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইকবাল হোসেন খান। হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিনের নিকট ইকবাল খান এ অভিযোগ করেন। বানিয়াচং উপজেলার নির্বাহী কর্মকর্তাকে অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৪টায় বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খন্দকার অভিযোগ প্রাপ্তির কথা নিশ্চিত করেছেন। লিখিত অভিযোগে ইকবাল হোসেন খান উল্লেখ করেন, আগামী ১০ মার্চ বানিয়াচঙ্গ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উক্ত নির্বাচনে আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। উপজেলা নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬ এর ২(১৪) ধারা অনুযায়ী একজন সংসদ সদস্য সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি।
অভিযোগে বলা হয়, গত ২৩ ফেব্র“য়ারী বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নস্থ মার্কুলী বাজারে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত নৌকা প্রতীকের সমর্থনে জনসভায় প্রচারনামুলক বক্তব্য প্রদান করেন। ২৮ ফেব্র“য়ারী বানিয়াচং ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে যুবলীগ আয়োজিত বর্ধিত সভায় নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান। যা বিধিমালার ২২ ও ৩ ধারার পরিপন্থী। অভিযোগে নির্বাচনী প্রচারে সমানাধিকার প্রতিষ্ঠা করতে রিটার্ণিং অফিসারের নিকট দাবী জানান।