Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ বাইপাস সড়ক কোটি টাকা ব্যয়ে নির্মাণে উদ্যোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ ব্রীজ থেকে দিঘীরপাড় ভায়া-লতিবপুর বাইপাস সড়কটি প্রায় কোটি টাকা ব্যয়ে টেন্ডার হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান খুব শ্রীঘ্রই কাজ শুরু হবে। ফলে আগাম বন্যার হাত থেকে রক্ষা পাবে সড়কের পাশে থাকা ঈদগাহ ও কবরস্থান।
স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত সড়কটি বিগত প্রায় ১০ বছর পূর্বে বিবিয়ানা নদীর প্রবল শ্রুতে ভাঙ্গন শুরু হয়। সর্বশেষ গত বছর প্রবল বন্যায় সড়কটি বিবিয়ানা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে হুমকির মুখে পড়ে কয়েকটি গ্রামের ঈদগাহ ও কবরস্থান। প্রতিদিন স্থানীয় কয়েকটি গ্রামের জনসাধারনসহ এলাকাবাসীর চলাচলের এই সড়কটি নদীগর্ভে বিলীন হওয়ায় চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন প্রজাতপুর, লালাপুরসহ কয়েকটি গ্রামের স্কুল কলেজের শিক্ষার্থীরাও। সড়কটি পুর্ণস্থাপনে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশীদ একাধীকবার উপজেলা মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভায় বক্তব্য রাখেন। এরপরই এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান এর বরাবরে চিঠি প্রেরণ করেন। পরবর্তীতে নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকে পাঠিয়ে দিলে পানি উন্নয়ন বোর্ড উদ্যোগ গ্রহণ করে। ফলে সড়কটি নির্মাণে টেন্ডার হয়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ বলেন, এই রাস্তাটি জনসাধারন চলাচলে খুবই গুরুত্বপূর্ণ। বিবিয়ানা নদীতে বিলীন হয়ে যাওয়ার পর এলাকার জনসাধরণ দুর্ভোগে পড়েন। আমার চিঠির প্রেক্ষিতে সড়কটি স্কীমসহ নির্মাণে কর্তৃপক্ষ অনুমোদন প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ এর চিঠির প্রেক্ষিতে আমরা উদ্যোগ নেয়ার পর সড়কটি টেন্ডার হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।