Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের ব্যবসায়ী নেতা আকল মিয়ার হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট ব্যবসায়ি কল্যাণ সমিতি’র সাবেক সভাপতি ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ¦ আবুল হোসেন আকল মিয়া হত্যার ১ বছর পেরিয়ে গেলেও হত্যাকারীরা এখনো সনাক্ত হয়নি। ফলে এ হত্যাকান্ডের ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন নিহতের স্বজন ও শুভাকাংখীরা। গতকাল শুক্রবার দুপুরে চুনারুঘাট মধ্য বাজারে আকল মিয়ার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় ক্ষোভ প্রকাশ করেন নিহতের স্বজন ও শুভাকাংখীরা। তারা বলেন, অচিরেই যদি এ হত্যার চার্জশিট দেয়া না হয়, তাহলে মহাসড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সর্বদলীয় সংগ্রাম পরিষদ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সর্বদলীয় সংগ্রাম পরিষদ নেতা আলহাজ¦ সালাম তালুকদার। ব্যকসের সদস্য সাজেদুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম আজমিরুজ্জামান, চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান মাসুদ, শিল্পপতি কাউছারুল গণি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা এ কে আফছার আহমদ কাউসারী, মাওলানা মুশাহিদ আলী, জেলা সভাপতি অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম, সহ-সভাপতি কাজী মাওলানা আবুল খায়ের শানু, মাওলানা মতিউর রহমান হেলালী, আকল মিয়ার ছেলে এডভোকেট মোঃ নাজমুল ইসলাম বকুল, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান সামছুজ্জামান শামীম, যুবলীগ নেতা আলহাজ¦ জিল্লুর কাদির লস্কর রিমন, প্রাক্তন শিক্ষক আব্দুল আওয়াল, আফসার আহমেদ তালুকদার, যুবলীগ নেতা এডভোকেট মোঃ আব্দুস সহিদ, চুনারুঘাট প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এস এম সুলতান খান, সাংবাদিক নূর উদ্দিন সুমন প্রমুখ। সভার পূর্বে আকল মিয়ার কবরে জিয়ারত ও পুষ্পস্তবক অর্পন করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ১ মার্চ ভোরে হাজী আবুল হোসেন আকল মিয়া বাল্লা রোডের নিজ বাসা থেকে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় নিহত হন। পরে ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।