Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মাটি কাটা নিয়ে সংঘর্ষ আহত অর্ধশতাধিক

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ছোটভাকৈর গ্রামে রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে দুগ্র“পের লোকজনের মধ্যে সংঘর্ষে সালিশ ও মহিলাসহ উভয় পরে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ১০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের ছোটভাকৈর গ্রামে এঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নবীগঞ্জের করগাঁও ইউনিয়নের ছোট-ভাকৈর গ্রামের আব্দুল আলী সাথে একই গ্রামের গেদন মিয়ার জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে বাড়ির রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে ছোটভাকৈর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলী সাথে একই গ্রামের গেদন মিয়া মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জাড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের মহিলা ও সালিসসহ প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়। গুরুতর আহতরা হল, রায়হান (২৫), বোরহান মিয়া (২৮), জয়তেরা বেগম (২৬), কাওছার মিয়া (২৬), আব্দাল মিয়া (৩৫), আবুল হোসেন (৩২), ধন মিয়া (৩৫), নোমান মিয়া (২৫), গেদন মিয়া (৫০), গোলজার মিয়া (২৯), আলি মিয়া (২৮), গোলাপ মিয়া (৩২), লাল মিয়া (৩৬), এলখাছ মিয়া (২৭), শিবলু মিয়া (১৯), বজলু আহমদ (২৮), আকলু মিয়া (৪৫, শিপন মিয়া (২৫)। নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।