Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার গুনই গ্রামের অন্জু গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার গুনই গ্রামের দুর্ধর্ষ ডাকাত ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী অনজুকে গ্রেফতার করেছে পুলিশ। সে আন্তঃবিভাগীয় ডাকাত দল লিডার। সে গুনই গ্রামের মৃত এবাদুর রহমান ওরফে ঠান্ডাই মিয়ার ছেলে। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী’র নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ দেব, এএসআই মোঃ কামরুল আলমসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট শহরের উপশহরস্থ ১৩ রতনপুর বাজার এলাকায় ৩য় স্ত্রীর বাসা থেকে তাকে গতকাল সকালে গ্রেফতার করে। গ্রেফতারের পরপরই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ডাকাত অন্জুকে বানিয়াচং থানায় নিয়ে আসা হয়। এদিকে ডাকাত অন্জু গ্রেফতারের খবর বানিয়াচংসহ গুনই গ্রামে ছড়িয়ে পড়লে শতশত মানুষ ডাকাত অন্জুকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানায়। পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত অন্জু মিয়ার বিরুদ্ধে বানিয়াচং, হবিগঞ্জ, নবীগঞ্জসহ একাধিক থানায় চুরি, ডাকাতির মামলা রয়েছে। তন্মধ্যে ২০০২ সালে বানিয়াচং-হবিগঞ্জ রোড এর শুটকী নামক স্থানে সংঘটিত একটি ডাকাতি মামলায় ১২ বছরের সশ্রম কারাদন্ড হয় ডাকাত অন্জু’র। ২০০৮ সালে মামলাটির রায় হওয়ার পর থেকেই সে পলাতক ছিল। এছাড়া বানিয়াচং থানায় ডাকাতি, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, দাঙ্গাসহ একাধিক মামলায় চার্জভূক্ত আসামী ডাকাত অন্জু। বর্তমানে মামলাগুলো আদালতে বিচারাধীন আছে। এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ দেব জানান, গ্রেফতারকৃত ডাকাত অন্জুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে এনে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যগুলো অধিকতর যাচাই বাছাইয়ের পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি সাংবাদিকদের জানান।