Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে ২ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মূল্যবান জিনিসপত্র ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে দু’সহোদরকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদের হামলা দুই ভাই মৃত্যু পথযাত্রী। গতকাল রাত সাড়ে ৭টার দিকে উপজেলা মাদনা বাজার থেকে ফরিদপুর (আব্দুল্লাহপুর) যাওয়ার পথে ওই দুই সহোদর ডাকাতের কবলে পড়েন। আহত সুত্রে জানা যায়, লাখাই উপজেলার ফরিদপুর (আব্দুল্লাহপুর) গ্রামের মৃত শাহা মিয়ার পুত্র চট্টগামের ব্যবসায়ী মোঃ মাহবুব মিয়া (৫০) ও মোঃ বাচ্চু মিয়া (৫৫) গতকাল বুধবার সকালে জমি কেনার জন্য সাড়ে তিন লাখ টাকা নিয়ে রওয়ানা দিয়ে সন্ধ্যার দিকে হবিগঞ্জে আসেন। সন্ধ্যার পর তারা লাখাই উপজেলার মাদনা হয়ে ফরিদপুর (আব্দুল্লাহপুর) নিজ বাড়ির উদ্দ্যেশে মাদনা থেকে রওয়ানা দেন। সন্ধ্যা সাড়ে ৭টায় তারা মাদনা ও ফরিদপুর (আব্দুল্লাহপুর) এর মধ্যবর্তী হাওড়ে পৌছুলে পুর্ব থেকে উৎপেতে থাকা একদল মুখোশধারী ডাকাত তাদের গতিরোধ করে এলোপাতারি কুপিয়ে ক্ষতবিক্ষত করে পেলে। এ সময় ডাকাতরা তাদের কাছ থেকে নগদ সাড়ে তিন লাখ টাকা ও ৩টি মোবাইল ফোনসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের শিকার হওয়া দুই সহোদর ডাকাতদের দু’জনকে চিনে ফেললে ডাকাতরা তাদের আরো কুপাতে থাকে। এক পর্যায়ে মৃতভেবে দুই সহোদরকে রাস্তার পাশে খালে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে তাদের শোর-চিৎকার শোনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের হামলায় উভয়ের দুটি হাত, পা ভেংগে যায়। এবং তাদের শরীররে একাধিক জখম ও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন জানান, বিষয়টি আমাদেরকে কেউ জানায়নি। আমি খোজ নিয়ে দেখছি। এমন কোন ঘটনা ঘটে থাকলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।