Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

একুশের বইমেলায় হবিগঞ্জের লেখক সিদ্দিকী হারুন এর উপন্যাস ‘মুল্লুকে চলো’ প্রকাশিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ এবারের বইমেলায় হবিগঞ্জের লেখক সিদ্দিকী হারুন-এর উপন্যাস ‘মুল্লুকে চলো’ প্রকাশিত হয়েছে। উপন্যাসের কাহিনিতে আছে, একদা দালালদের মিথ্যা প্রলোভনে পতিত হয়ে দু’বেলা দু’মুঠো অন্নের আশায় আসাম দেশের নব প্রতিষ্ঠিত চা বাগান অভিমুখে যাত্রা করেছিল ভারতেরই দুর্ভিপীড়িত জনপদের লাখ লাখ নরনারী, প্রায় সাত দশক পর ১৯২০ সালে ওদেরই উত্তরপ্রজন্ম ইংরেজ মালিকদের নিদারূণ শোষণ-নির্যাতনের শিকার হয়ে সূচনা করে নিজ দেশে ফিরে যাওয়ার এক রক্তক্ষয়ী যাত্রা। শেষ পর্যন্ত চাঁদপুর ঘাটে পৌঁছার পর শে^তাঙ্গ মালিকদের নির্দেশে গোর্খা সৈনিকরা নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে শত শত নারী-পুরুষকে। ঐতিহাসিক তথ্যমূলক এ উপন্যাসে আরও এসেছে সেইসব শোষিত মানুষের মায়া-প্রেম-দ্রোহ আর বিক্ষোভের গল্প। সাথে সাথে এসেছে তাদের সাথে বর্তমান রাজনীতির অসদাচরণগুলোও। বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি চত্বরে বিবি ফাউন্ডেশনের-৩৯নং স্টলে। পাওয়া যাচ্ছে রকমারি ডট কম-এও। হবিগঞ্জে পাওয়া যাচ্ছে টাউন হল সড়কস্থ ‘পাঠক সমাজে’।