Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রপ্তানির জন্য নিয়ে আসা শুল্কমুক্ত সিমেন্ট বিক্রি

স্টাফ রিপোর্টার ॥ ভারতে রপ্তানীর জন্য নিয়ে আসা সিমেন্ট অবৈধভাবে বিক্রি করার সময় কাস্টমস কর্মকর্তাগণ ৩ শত ১২ ব্যাগ সেভেন রিং সিমেন্ট আটক করেছে। গত শুক্রবার বিকেলে চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারের ভুইয়া কর্পোরেশনে অভিযান চালিয়ে ৩ শত ১২ ব্যাগ সেভেন রিং সিমেন্ট জব্দ করা হয়। কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্ট (সিএন্ডএফ) আলম এন্টারপ্রাইজ অবৈধভাবে এ কাজ করেছে বলে সংশ্লিষ্টরা জানায়। তাছাড়া স্থানীয় কাস্টমস কর্মকর্তার গাফিলতির কারণে এ কাজ করার সুযোগ পায় বলে জানায় ব্যবসায়ীরা।
জানা যায়, যে কোন পণ্য রপ্তানী করতে হলে কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্ট এর মাধ্যমে মালামাল পাঠাতে হবে। মূলত এসব এজেন্সীর মাধ্যমে পণ্য আনা নেয়া করা যাবে। এ হিসেবে দীর্ঘদিন যাবত আলম এন্টারপ্রাইজসহ বিভিন্ন সিএন্ডএফ এজেন্টের মাধ্যমে চুনারুঘাট উপজেলার বাল্লা স্থল বন্দর দিয়ে পণ্য রপ্তানী করে আসছে ব্যবসায়ীরা। এদিকে জানা যায়, সেভেন রিং, ক্রাউন, আল্টাক্র্যাশ, মদিনা সিমেন্টসহ বিভিন্ন সিমেন্ট রপ্তানীকারক প্রতিষ্ঠানকে সরকার কাচামাল আমদানীসহ সমুদয় ভ্যাট-ট্যাক্স মূক্ত রাখে। অর্থাৎ রপ্তানীর জন্য ১ ব্যাগ সিমেন্টের মূল্য ধার্য করা হয় ২ শ ৬৬ টাকা। অন্যদিকে বাজারে এক ব্যাগ সিমেন্টের মূল্য হলো ৪৫০ টাকা। এদিকে স্থানীয়ভাবে জানা যায়, সিএন্ডএফ কোম্পানী অবৈধভাবে সিমেন্ট ভারতে রপ্তানী না করে স্থানীয় আসামপাড়া বাজারে সিমেন্ট বিক্রি করে দেয়। এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ শুল্ক গুদাম ও বাল্লা এলসি ষ্টেশন হবিগঞ্জ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লনী চন্দ্র দাস আসামপাড়া বাজারের ভুইয়া কর্পোরেশনে অভিযান চালিয়ে ৩ শত ১২ ব্যাগ সেভেন রিং সিমেন্ট জব্দ করেন। এ ব্যাপারে ইন্সপেক্টর জানান, সরকারের রাজস্ব ফাঁকি যারাই দেয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে আরও জানা যায়, ভারতে সিমেন্ট রপ্তানী কাজ সম্পন্ন হলে এবং ভারতের কাস্টমস বিভাগ পণ্য গ্রহণ করার পর ওই কাগজপত্র (এক্সপোর্ট ডকুমেন্ট) দেশের কাষ্টমস কর্মকর্তা দস্তখত করবে। তবে পণ্য রপ্তানী কাজ শেষ না হওয়া পর্যন্ত এ কাগজপত্র স্থানীয় কর্মকর্তাগণের কাছে রক্ষিত থাকবে।
স্থানীয় ব্যবসায়ীরা আরও জানান, সিমেন্ট ভারতে রপ্তানী না করে ভারতীয় ইমপোর্টার সঞ্জিত রঞ্জন পাল ও আলম এন্টারপ্রাইজ কম সময়ে বেশী লাভের সুবিধা নিতে পণ্য ভারতে রপ্তানী না করেই স্থানীয়ভাবে বিক্রি করে দেয়। এতে বাংলাদেশ ও ভারত উভয়েই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে বাল্লা এলসি ষ্টেশন হবিগঞ্জ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লনী চন্দ্র দাস জানান আলম অবৈধভাবে এ কাজ করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।