Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে লুটপাট ও ছিনতাইয়ের মামলায় ৫ আসামীর জামিন না-মঞ্জুর

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের লুটপাট ও ছিনতাইয়ের মামলায় এজাহারের অন্যতম আসামী লুৎফুরের রহমান (৩০) এর জামিন না-মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে লুৎফুরসহ অপর ৫ আসামী জামিনের আবেদন করলে আদালত লুৎফুরের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। অপর আসামী শহীদ মিয়া, রুকন মিয়া, আব্দুল ওয়াদুদ লাল মিয়া ও রফিক মিয়ার জামিন না-মঞ্জুর করেন। লুৎফুর শায়েস্তাগঞ্জ পৌর এলাকার লেঞ্জাপাড়া গ্রামেরস্তৃত দুদু মিয়ার পুত্র। বাদীপক্ষের মামলা পরিচালনা করেন এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৭ ডিসেম্বর উক্ত আসামীরা শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকার মৃত আব্দুল মুহিদের পুত্র মেসার্স সালাম স্টোরের স্বত্ত্বাধিকারী মোঃ আব্দুস সালামের ব্যবসা প্রতিষ্ঠানে মারাত্মক প্রাণ নাশক অস্ত্র নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে দোকানের জিনিসপত্র ভাংচুর ও লুটপাট করে। এছাড়া দোকানের নগদ টাকাসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে উল্লেখিতরা দোকানে থাকা সাক্ষী মাসুক মিয়াকে মারপিট করে রক্তাক্ত করে। তাদের সন্ত্রাসী তান্ডবে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে তারা বীরদর্পে চলে যায়। এ ব্যাপারে সালাম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে গতকাল তারা আদালতে হাজির হয়।