Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

RDRS বাংলাদেশের বাস্তবায়নে নবীগঞ্জে আন্তঃশ্রেণী ক্রীড়া প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তি ॥ শিক্ষার্থীদের লেখাপড়ার পাশা-পাশি সুস্থ বিনোদন ও খেলাধোলার মাধ্যমে প্রতিভা বিকাশের লক্ষ্যে জউজঝ বাংলাদেশের বাস্তবায়নে ও পল্লী-কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের নিয়ে আন্তঃশ্রেণী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। ২৫ শে ফেব্র“য়ারি সোমবার সকাল ১০.৩০ ঘটিকা হতে নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিন ব্যাপি এই প্রতিযোগিতায় প্রায় ৪শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন ইভেন্টে মোট ৩৬ জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়। দুপুর ২ ঘটিকায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার মিস সায়মা সুলতানা। বিশেষ ছিলেন, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাবেক সহ-সভাপতি সালাম চৌধুরী, নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ আলী মিলন, মিসেস ফারজানা মিলন পারুল, প্যানেল মেয়র ও পৌর কমিশনার, নবীগঞ্জ, জউজঝ নবীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক রনবীর চন্দ্র রায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আজহারুল ইসলাম, শায়েস্তাগঞ্জ এলাকা ব্যবস্থাপক এবং প্রতিযোগিতাটি পরিচালনায় ছিলেন RDRS বাংলাদেশের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার মোঃ এখলাছ মিয়া।