Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযান বাহুবলে ৪ ফার্মেসিকে জরিমানা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের হাসপাতাল গেইট এলাকায় অভিযান চালিয়ে ৪ ফার্মেসিকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে মেয়াদউত্তীর্ণ ঔষুধ বিক্রি, ঔষুধের গায়ে মূল্য লেখা না থাকা, যথাযথ প্রক্রিয়ায় ঔষুধ সংরক্ষণ না করা এবং অবৈধ ঔষুধ বিক্রির দায়ে এসব জরিমানা আরোপ করা হয়। এ সময় জনকল্যান ফার্মেসিকে ১ হাজার টাকা, জননী ফার্মেসিকে ১ হাজার টাকা, যামেনি ফার্মেসিকে ২ হাজার টাকা এবং জান্নাত ফার্মেসিকে আরো ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই মান্নানের নেতৃত্বে বাহুবল থানা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।