Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন দুইটি ড্রেজার মেশিন আগুনে ধ্বংস

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের খোয়াই নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের হিড়িক পড়েছে। এতে করে বেশ কয়েকটি ব্রীজ হুমকির মুখে। যেকোন সময় ধ্বসে পড়ে জেলা সদরের সাথে পইল, উমেদনগর, আলমপুর, গোবিন্দপুর, মাছুলিয়া, তেঘরিয়াসহ বিভিন্ন গ্রামের লোকদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বিষয়টি গ্রামবাসী জেলা প্রশাসককে জানালে গতকাল রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত যশেরআব্দা এলাকার খোয়াই নদীতে দুইটি ড্রেজার মেশিন আগুনে ধ্বংস করেছে। কামড়াপুর ব্রীজের নিকট থেকে আরো দুইটি মেশিন নিষ্ক্রিয়সহ বালু তোলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আরাফাত রানা ও আনিসুর রহমান খান। তারা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছে একটি মহল। এমন তথ্য জেলা প্রশাসকের নিকট এলে তার নির্দেশে অভিযান চালিয়ে দুইটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়ানো হয়। এছাড়া দুটি মেশিন বিকল করাসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযানের টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি মহল মাছুলিয়া ব্রীজ, কিবরিয়া ব্রীজ ও কামড়াপুর ব্রীজসহ বিভিন্ন ব্রীজের নিকট থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। ফলে ব্রীজটি হুমকি মুখে পড়েছে।