Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে তিনদিন ব্যাপী বইমেলা সমাপ্ত

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে নবীগঞ্জ পৌরসভা আয়োজিত ৩দিন ব্যাপী অমর একুশে বইমেলার সমাপ্ত হয়েছে। শনিবার সন্ধ্যায় সমাপনী দিনে নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম ও বইমেলা উদযাপন কমিটির সদস্য পৃথ্বীশ চক্রবর্ত্তীর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, লোকসংস্কৃতি গবেষক ও কবি অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক এটিএম সালাম, কাউন্সিলর মো. আলাউদ্দিন, কাস্টমস অফিসার মো. গোলাম কিবরিয়া, সমাজসেবক আবুল কালাম মিঠু প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম, সৈয়দা নাসিমা বেগম, কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, কাউন্সিলর মো. জাকির হোসেন, কবি আফতাব আল মাহমুদ, কণ্ঠশিল্পী বিন্দু সূত্রধর, প্রধানশিক্ষক মো. রুবেল মিয়া, সাংবাদিক সরওয়ার শিকদার, সাংবাদিক ছনি চৌধুরী, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, হিসাব রক্ষক কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, সচিব মো. আজম হোসেন, উপ-প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দসহ পৌরসভার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান বলেন- ‘বই জ্ঞানের ভান্ডার এবং মেধা বিকাশের উৎস। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন- এ মেলা বইয়ের প্রতি কিছুটা হলেও মানুষকে আকৃষ্ট করে তবেই আমাদের আয়োজন সার্থকতা। তিনি বলেন- পরিবারের সবাইকে বই পড়ায় উৎসাহিত করতে হবে। সকলের সহযোগিতা থাকলে আগামীতে বইমেলা ৭ দিন করা হবে। মেলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করায় সকরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। মেলায় ৩টি স্টলকে সেরা ঘোষণা করে তাদের পরিচালকদের হাতে প্রশংসাপত্র তুলে দেন পৌরমেয়র সহ অতিথিবৃন্দ। পরে আনন্দ নিকেতনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।