Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নানা সমস্যায় জর্জরিত মাধবপুর পৌর দাখিল মাদ্রাসা ॥ একচালা ঘরে চলে পাঠদান

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার দরগাহ বাড়ি পৌর দাখিল মাদ্রাসায় শ্রেণীকক্ষ, আসবাবপত্র শিক্ষক সংকট সহ নানা প্রতিকুলতার কারণে ছাত্র-ছাত্রীদের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। শ্রেণী কক্ষের অভাবে ছাত্র-ছাত্রীরা মাদ্রাসার প্রাঙ্গনে বেড়াবিহীন একছালা একটি টিন সেডে পাঠ গ্রহণ করছেন। মাদ্রাসার সুপার সিদ্দিকুর রহমান জানান, ১৯৭৭ সালে এবতেদায়ী মাদ্রাসা থেকে যাত্রা শুরু হয়। ১৯৯৮ সালে দাখিল শাখায় উন্নীত হয়। ২০০১ সালে মাদ্রাসাটি এমপিও ভুক্ত হয়। বর্তমানে মাদ্রাসায় ৭শ এর অধিক ছাত্র-ছাত্রী রয়েছে। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৪শ ছাত্রের সংখ্যা প্রায় ৩শ। কোটানিয়া, দিঘীরপাড়, সুলতানপুর, হরিশ্যামা, বাড়াচান্দুরা, মুরাদপুর, পূর্ব মাধবপুর সহ বিভিন্ন অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দরিদ্র পরিবারের ছেলে মেয়েরা এ মাদ্রাসায় লেখাপড়া করছে। বর্তমানে মাদ্রাসায় ছাত্র-ছাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় শ্রেণীকক্ষের অভাবে ছাত্র-ছাত্রীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এ কারণে বহু ছাত্রছাত্রী দাড়িয়ে পাঠ গ্রহণ করছে। কেউবা আবার স্থান সংকুলানের অভাবে বাড়িতে চলে যাচ্ছে। এ অবস্থা উত্তরণের জন্য শিক্ষকরা মাদ্রাসা প্রাঙ্গণে বেড়াবিহীন একটি একচালা টিন সেড ঘরে চটে বসে ছাত্রছাত্রীদের পাঠদান করছেন। এছাড়া মাদ্রাসায় বিএসসি, ক্রীড়া, কম্পিউটার, শরীর চর্চা, সহ বহু শিক্ষকের পদ শুন্য রয়েছে। মাদ্রাসায় শিক্ষার্থীদের সুপেয় পানীয় জলেরও কোনো ব্যবস্থা নেই। প্রায় ৭শ ছাত্রছাত্রীকে পাঠ দান করছেন মাত্র ১০ জন শিক্ষক। যা একেবারেই অপ্রতুল। মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর সরকারীভাবে একটি ভবন নির্মাণ হলেও পরে আর অবকাঠামোগত উন্নয়ন হয়নি মাদ্রাসাটিতে। ফলে ছাত্রছাত্রীদের শ্রেণিকক্ষ সমস্যার সমাধানও হচ্ছে না। বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে তাদেরকে পাঠ গ্রহণ করতে হচ্ছে। এ ব্যাপারে পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহার সঙ্গে কথা বললে তিনি জানান, মাদ্রাসায় অনেক সমস্যা রয়েছে। পৌরসভার পক্ষ থেকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা হবে।