Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ গার্ল গাইড ও রেঞ্জার দল জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে

dav

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন জাতীয় কার্যালয় আয়োজিত বিশ^ চিন্তা দিবস-২০১৯ উদযাপন অনুষ্ঠানে অংশ নিচ্ছে হবিগঞ্জ গার্ল গাইডস ও মুক্ত রেঞ্জার দল। আগামীকাল রোববার ঢাকা গাইডস হাউসে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে হবিগঞ্জসহ দেশের ১০টি অঞ্চলের গাইডস ও রেঞ্জারা অংশ নিচ্ছেন।
সিলেট অঞ্চলে শ্রেষ্টত্ব অর্জনের পর এবার জাতীয় পর্যায়ে অংশ নেয়ার সুযোগ পেয়েছে হবিগঞ্জ গার্ল গাইডস। হবিগঞ্জের ১২ সদস্যের দলটিকে নেতৃত্ব দিচ্ছেন গার্ল গাইডস হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও বি.কে.জি.সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পুর্ণিমা রানী দাশ তালুকদার। গাইডরা হচ্ছেন অজস্রীতা দাশ অন্বেষা, সানজিদা আক্তার লিলি, প্রত্যাশা দাশ পূজা, সুদিপা বিশ^াস, অর্পিতা দাশ, মাহমুদা আক্তার বিথী এবং মুক্ত রেঞ্জারা হচ্ছেন, মীর সুজনা আক্তার, প্রমা দাস, তুষ্টি রায়, অলকানন্দা দাস বর্ষা, সামিহা চৌধুরী মুক্তি ও দিপা চৌধুরী। তাঁরা সবাই বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
এ ব্যাপারে পুর্ণিমা রানী দাশ তালুকদার জানান, তাঁর দল সিলেট পর্যায়ে অংশ নিয়ে বেশ ভালো করেছে। এবার জাতীয় পর্যায়ে অংশ নিয়ে হবিগঞ্জকে গাইডে এগিয়ে নিতে চান। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।