Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে স্ব-মহীমায় উজ্জল দিশারী বিদ্যা নিকেতন

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে দিশারী বিদ্যানিকেতনটি প্রতি বছরের ন্যায় এবারও অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে ২০১৩ সনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫২জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ১২টি ট্যালেন্টপুল বৃত্তি ৩টি সাধারণ বৃত্তি ও ২৮ জন জিপিএ-৫ সহ শতভাগ পরীক্ষার্থী উর্ত্তীণ হয়েছে। ২০০৪ সনে হবিগঞ্জ জেলার পর পর ২ বার নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক মোঃ অহিদ হোসেনের হাত ধরে মনতলা রেলওয়ে ষ্টেশনের রেল মসজিদ সংলগ্ন এক চিলতে ভূমিতে টিন সেডের মধ্যে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর পর ৪৬ জন ট্যালেন্টপুল সহ ৭২ জন ছাত্রছাত্রী বৃত্তি লাভ করেছে। বর্তমানে এক চিলতে টিন সেড ঘরে গাদাগাদি করে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় ৪শ জন ছাত্রছাত্রী অধ্যয়ন করছে। তাদের যেমন শ্রেণী করে অভাব রয়েছে তেমনি খেলাধুলার জন্য নেই কোনো খোলা জায়গা। এতদিন মসজিদ প্রাঙ্গণটিকে ছাত্রছাত্রীদের খেলাধুলার জন্য ব্যবহার করলেও ওই স্থানটি পাথর ফেলে বন্ধ করে রাখা হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক অহিদ হোসেন জানান, বর্তমানে ১০ জন শিক্ষক ছাত্রছাত্রীদের পাঠদান করছেন। সরকারীভাবে সহযোগিতা করা হলে বিদ্যালয়টি আরো সফলতা অর্জন করতে পারবে বলে জানান তিনি।