Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলার বিভিন্ন মাছের বাজারে ওজনে কারচুপির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন মাছের বাজারে ওজনে কারচুপির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ব্যবসায়ীদের সাথে ক্রেতাদের বাক-বিতন্ডা হাতাহাতির ঘটনা ঘটছে। বিভিন্ন বাজারে দাড়ি পাল্লার পরিবর্তে ডিজিটাল পাল্লা ব্যবহার করা হচ্ছে। কিন্তু এর মাঝেও ব্যাপক কারচুপির ব্যবস্থা রয়েছে। ক্রেতারা অভিযোগ করেন, হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার, বগলা বাজার, কোর্ট স্টেশন, বেবীষ্ট্যান্ড, সিনেমা হল, শায়েস্তানগর, শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজার, পুরান বাজার, ড্রাইভার বাজারের মাছ ব্যবসায়ীরা ডিজিটাল পাল্লায় পলিথিনে মাছ তুলে পলিথিনের মুখ বন্ধ করে দেয়। এতে করে কেজিতে ৫০ থেকে ১৫০ গ্রাম কম দেয়া হয়। ক্রেতা আলাউদ্দিন, জামাল মিয়া, সুজন মিয়াসহ কয়েকজন জানান, গতকাল মঙ্গলবার সকালে শায়েস্তানগর বাজার থেকে মাছ কিনে অন্য জায়গায় মাফ দিয়ে দেখেন কেজিতে ১০০ গ্রাম কম। পরে মাছ ব্যবসায়ীদের কাছে নিয়ে আসলে কেউ বলেন, তারাতারি করে মাফ দিতে গিয়ে ভুল হয়েছে। আবার কেউ অস্বীকার করলে তাদের সাথে কথাকাটি করে বাক-বিতন্ডার ঘটনা ঘটে। তাই ক্রেতাদের দাবি অবিলম্বে এসব মাছ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হউক। তাহলে সাধারণ ক্রেতাদেরকে আর ঠকাতে পারবেনা।