Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের মাংসের দোকানে বেশি মূল্য রাখার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বাজারের মাংসের দোকানে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। এছাড়াও কতিপয় কসাইরা রোগা গরুর মাংস ও বাসি মাংস বিক্রি করছে বলে ক্রেতারা জানান। শহরের চৌধুরী বাজার, কোর্ট স্টেশন ও শায়েস্তানগরসহ বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক মাংসের দোকান রয়েছে। কিন্তু এসব দোকানে পৌরসভার কোন তালিকা নেই। সম্প্রতি পৌরসভার পক্ষ থেকে প্রতিটি দোকানে তালিকা টানানো হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই কতিপয় ব্যবসায়ীরা মূল্যের তালিকা সরিয়ে নেন। এতে করে ক্রেতাদের কাছ থেকে ইচ্ছা মাফিক দাম আদায় করা সহজ। পৌরসভার মূল্য তালিকায় ও পৌরসভা থেকে জানা যায়, খাসির মাংস প্রতি কেজি ৭শ টাকা, ভেড়ার ও ছাগলের মাংস ৬শ টাকা, গরুর মাংস ৪৭৫ টাকা ও মহিষের মাংস ৪শ টাকা। কিন্তু এসব কতিপয় কসাই ব্যবসায়ীরা কেজিতে ২০ থেকে শুরু করে ৫০/১০০ টাকা আদায় করছে। এতে করে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটছে। গতকাল সরেজমিনে শায়েস্তানগর বাজারে গিয়ে দেখা যায় ১০টি মাংসের দোকান রয়েছে। এর মাঝে একটি মাংসের দোকানে পৌরসভার বিক্রয় তালিকা রয়েছে। বাকী মাংসের দোকানে তালিকা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ীরা জানান, পৌরসভার মুল্য তালিকা মাফিক বিক্রির করলে প্রতিদিন আমাদের হাজার হাজার টাকা লস হয়। এছাড়াও গরুর দাম বেশি হওয়ায় কেজিতে ২০/৩০ টাকা করে অতিরিক্ত রাখছি।