Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বসন্তে শিলাবৃষ্টি ॥ ধানে ব্যাপক ক্ষয়ক্ষতি

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ফাগুনে প্রত্যেকটি অঞ্চলে আবহাওয়া বর্তমান দিনে গরম রাতে শীত। শীত ধীরে ধীরে বিদায় নিচ্ছে। তবে শীতের এই বিদায়ের বার্তা নিয়ে এলো বৃষ্টি। প্রকৃতি এখন বসন্ত রাঙা। তাছাড়াও বানিয়াচং উপজেলার প্রতিটি গাছে শোভা পাচ্ছে মুকুল। শিলাবৃষ্টির কারণে গাছ-গাছালি থেকে আম্রমুকুল ঝরে পড়েছে। এই শিলাবৃষ্টির আঘাতে বানিয়াচং উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ থেকে প্রচুর পরিমাণে মুকুল ঝরে পড়েছে। বরফের চাদরে ঢেকেছে রাস্তা, উঠান আর মাঠ। দেখে মনে হয় এ যেন আমেরিকা, লন্ডন, কাশ্মীর, সিকিম কিংবা সুইজারল্যান্ডের কোনো এলাকা! তবে এ চিত্র বানিয়াচং উপজেলার। এ অঞ্চলের মানুষ জন্য এমন চিত্র একেবারে ভিন্নধর্মী অভিজ্ঞতা। শনিবার রাত থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। হতে থাকে বজ্রপাতও। রোববার ভোরে প্রায় ৭ মিনিট পর্যন্ত শিলা বৃষ্টি হয়। এতেই তৈরি হয় এমন চিত্র। বানিয়াচংসহ এর আশপাশের এলাকায় ঝড় ও শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়তি হয়েছে। গাছ থেকে প্রচুর পরিমাণে মুকুল ঝরে পড়েছে। রোববার ভোরে হালকা ঝড়ো হাওয়ার সাথে শিলা বৃষ্টি হয় ওই এলাকায়। আর তাতেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওই শিলাবৃষ্টির জেরে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। তার মধ্যে পেয়াঁজ, রসুন, বেগুন, আমের মুকুল, শশা সহ আরও অনেক কৃষি ফসলের ক্ষতি হয়। এছাড়াও অনেকের বাড়ির টিনের চাল শিলার আঘাতে ফুটো হয়ে গেছে।
এ বিষয়ে বানিয়াচং উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ দুলাল উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে বানিয়াচং কৃষি অফিস। ইতিমধ্যে মাঠ পর্যায়ের সকল উপ-সহকারী কৃষি অফিসারদের সরেজমিন মাঠে গিয়ে কৃষির অবস্থা নিরূপনের নির্দেশ প্রদান করা হয়েছে বলেও তিনি জানান।