Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দাঙ্গাহাঙ্গামা বন্ধের লক্ষ্যে কর্মকারদের সাথে সদর থানা পুলিশের মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার পুলিশ দাঙ্গাহাঙ্গামা বন্ধের জন্য কর্মকারদের নিয়ে এক মতবিনিময় সভা করেছেন। গতকাল রবিবার দুপুরে সদর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমানের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) জিয়াউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, ওসি (অপারেশন) প্রজিত দাস ও কর্মকার ব্যবসায়ীবৃন্দ। প্রধান অতিথি দাঙ্গাহাঙ্গা নিরসনে টেটা, বল্লম, রামদা, ছোরা, কোচাসহ ইত্যাদি দেশীয় অস্ত্র তৈরি না করার নির্দেশ প্রদান করেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ যদি এসব অস্ত্র তৈরি করে সাধারণ মানুষকে না দেন তাহলে গ্রাম্য দাঙ্গাহাঙ্গামা বন্ধ করা সম্ভব বলে মনে করেন তিনি। এছড়াও এ ব্যাপারে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বিভিন্ন পরামর্শ করেন। তিনি প্রত্যেক দোকানে লিফলেটের মাধ্যমে সতর্কবানী করে দেয়ার আহ্বান জানান। ব্যবসায়ীরা অতিরিক্ত পুলিশ সুপারের বক্তব্যকে স্বাগত জানিয়ে তার প্রস্তাব গ্রহণ করেন। এ সময় সদর থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।