Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন ॥ দাম নিয়ে কৃষকদের মাঝে অজানা আতংক

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বিভিন্ন হাওরে এখন সোনালীর সমারোহ। যতদুর চোখ যায় শুধু ফসলের ক্ষেত। এ বছর নবীগঞ্জে বোরো ধানের বাম্পার হয়েছে। ফলনে কৃষকদের মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে। এ বছর এখনো পর্যন্ত নবীগঞ্জে এলাকার হাওরগুলোতে তেমন কোন প্রাকৃতিক দুর্যোগ আঘাত করেনি। কিন্তু ধানের বাজার দর নিয়ে কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে। ধানের ন্যায্যমূল্য না পেলে কৃষকরা ক্ষতির সম্মুখীন হতে পারে বলে আশংকা রয়েছে কৃষকদের মধ্যে। আর ধানের ন্যায্য মূল্য না পেলে বেশী ক্ষতিগ্রস্ত হবেন গরীব ও মধ্যবিত্তরাই।
কৃষকরা হতাশা প্রকাশ করে বলেছেন-উৎপাদন খরচ তুলতে পারবে কি না এ নিয়ে তাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। উপজেলা কৃষি অফিসের হিসাব মতে এ বছর নবীগঞ্জ উপজেলায় বোরো ফসলের লক্ষমাত্রা ছিল ১৫ হাজার ৪শত ৯০ হেক্টর জমি। লক্ষ্যমাত্র ছাড়িয়ে ১৬ হাজার ৭০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। নবীগঞ্জে প্রতিমন ধানের দাম এখন ৩শ ৫০ থেকে ৪’শ টাকার মতো। বোরো ধান কাটা শুরু হওয়ার সাথে সাথেই ধানের দাম কমতে শুরু করেছে। লাভের আশায় চাষ করে ধানের দাম দেখে হতাশায় ভোগছেন কৃষকরা। ধানের দাম যদি আশানুরূপ না হয় নবীগঞ্জের কয়েক হাজার কৃষকের কষ্টার্জিত নতুন ধান ঘরে তোলার আনন্দকে ম্লান করে দিবে। নবীগঞ্জে হাওরে হাওরে এখন চলছে বোরোধান কাটার উৎসবের পূর্ব প্রস্তুতি। আর মাত্র ক’দিন পরই নতুন ধান কাটার উৎসব চলবে বৈশাখ জুড়ে।
চৈত্র জুড়ে খরা থাকায় ধান পেকেছে এ বছর একটু দেরিতে। চৈত্রের শুরুর দিকে বা মাঝামাঝি সময়ে বৃষ্টি হলে ধানের ফলন আরো ভাল হত। নবীগঞ্জ উপজেলার বড় হাওর পারের কৃষক আলাউর রহমান জানান, এবার সময়মতো বৃষ্টি না হওয়ায় খরায় ধানের মধ্যে লালচে রং ধরে হাওরের অনেক জমিতে ফলন আশানুরূপ কম হয়েছে। যেসব জমিতে এক কিয়ারে ২০/২৫ মণ ধান হতো, এবার হয়েছে সেসব জমিতে ১৫ থেকে ১৮ মণ। ধানের ফলন কম হওয়ায় ধান কাটা শ্রমিকেরা কাজে গড়িমসি করছেন। নবীগঞ্জ পৌর এলাকার কৃষক পরিমল দাশ জানান, অনাবৃষ্টির কারণে বি-২৮ ধানের ফলন অন্যান্য বছরের তুলনায় এ বছর কম হয়েছে। তবে বি-২৯ জাতের ধানের ফলন তার চেয়ে একটু ভাল হয়েছে।
কৃষক রিপন মিয়া জানান, চলতি বৈশাখেই হাওরের পুরো ধান কাটা শেষ হয়ে যাবে। খরচ ও কষ্টের তুলনায় বোরো ধানের দাম যদি আশানুরূপ হয় তবে কৃষকদের পোষাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এবছর ধানের বাম্পার ফলন হয়েছে। তবে চলতি মৌসুমে বয়ে যাওয়া শিলা-বৃষ্টিতে বোরো ধানের কিছুটা ক্ষতি হয়েছে।
অনেক কৃষকের হাতে নগদ অর্থ না থাকায় ফসল কাটার আগেই অগ্রিম ধান বিক্রি করে অর্থাভাব দূর করছেন। একাধিক কৃষকের সাথে কথা বলে জানা গেছে, কৃষি উপকরণ ও শ্রমের দাম যে হারে বাড়ছে সে হারে উৎপাদিত কৃষিপণ্যের দাম বাড়ছে না। এ অঞ্চলের বেশির ভাগ কৃষকই দরিদ্র। তারা ঋণ করে ফসল উৎপাদন করেন। ফসল ওঠার সাথে সাথেই তা বিক্রি করে মহাজনদেরকে দেনা শোধ করতে হয় এমনকি অনেক কৃষক উত্তোলনকৃত ধান দিয়েও দেনা পরিশোধ করে থাকেন। বাকিটা দিয়ে সারা বছরের খাবার চালিয়ে যেতে অনেক কৃষককেই হিমশিম খেতে দেখা যায়। আর মাত্র ১ সপ্তাহ পরেই চলতি বছরের বোরো ধান কেটে ঘরে তুলবেন সেই অপেক্ষায় রয়েছেন নবীগঞ্জের কৃষকরা।