Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় হতদরিদ্র ও অস্বচ্ছল বালকদের সুন্নতে খতনা করানো শুরু

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় পৌর এলাকায় দরিদ্র ও হতদরিদ্র অস্বচ্ছল বালকদের সুন্নতে খতনা করানো শুরু হয়েছে। গতকাল উদ্বোধনের প্রথম দিনেই পৌর এলাকার অর্ধশতাধিক বালককে সুন্নতে খতনা করানো হয়। গতকাল মঙ্গলবার সকাল থেকে হবিগঞ্জ সদর হাসপাতালে এ আয়োজনের উদ্বোধন করেন হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ। উদ্বোধনী অনুষ্টানে মেয়র জি কে গউছ বলেন- পৌরসভা শুধু ড্রেইন কিংবা রাস্তা, কালভার্ট নির্মানেই সীমাবদ্ধ থাকতে চায় না। পৌরবাসীকে সকল ধরণের সামাজিক ও ধর্মীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে। তিনি বলেন- প্রতিবারের ন্যায় এ বছরও হবিগঞ্জ পৌরসভার উদ্যোগ ও অর্থায়নে পৌর এলাকার দুই শতাধিক বালককে সুন্নতে খতনা করানো হচ্ছে। এ সময় মেয়র জি কে গউছ খতনা করানো বালকদের হাতে পৌরসভার পক্ষ থেকে ঔষধ, নতুন ফতোয়া, লুঙ্গি ও টুপি তুলে দেন। অনুষ্টানে উপস্থিত ছিলেন সুন্নতে খতনা সাব কমিটির আহবায়ক কাউন্সিলর শেখ নুর হোসেন, কাউন্সিলর আব্দুল আওয়াল মজনু, জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী মধু সুদন দাস, উপ সহকারী প্রকৌশলী আব্দুল কদ্দুছ শামীম, টাউন ম্যানেজার শফিক উল্লা, স্যানেটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস সহ পৌরসভার কর্মচারীবৃন্দ।