Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে কৃষি অফিসে ১৪ পদ শুণ্য

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার কৃষি অফিসের প্রয়োজনীয় জনবলের অভাবে কাজ কর্মের ব্যহত হচ্ছে। এতে অর্জিত কাজ লক্ষ্য অনুযায়ী পুরন করা সম্ভব হচ্ছে না। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ওই অফিসের ৩১টি বিভিন্ন পদের বিপরীতে ১৪টি পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। এর মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা সদ্য অন্যত্র বদলী হয়ে চলে যাওয়ায় ওই পদটিও শূন্য হয়ে যায়। ফলে গুরুত্বপূর্ণ ওই পদটি খালি হয়ে যাওয়ায় অফিসের কাজ করতে হিমসিম খেতে হচ্ছে। এছাড়া অতিরিক্ত কৃষি কর্মকর্তা ১টি পদ থাকলেও দীর্ঘদিন ধরে এ পদে কোন লোক নেই। মাঠ পর্যায়ে কাজের জন্য উপ-সহকারি কৃষি কর্মকর্তা ৮টি পদও রয়েছে শূন্য। অফিস সহকারী কাম কম্পপিউটার মুদ্রাক্ষরিক মঞ্জুরীকৃত ২টি পদের বিপরীতে কেউ নেই। এমন কি নিরাপত্তা প্রহরী ২পদের একটিও নেই।
এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ বলেন প্রয়োজনীয় জনবলের অভাবে অফিসিয়াল ও মাঠ পর্যায়ে কাজ করতে তাদের উপর বাড়তি চাপ পড়ছে। তবে এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।