Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী লাঞ্ছিত করার অভিযোগ ॥ প্রধান শিক্ষক বললেন অভিযোগ সাজানো

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীকে লাঞ্ছিতের ঘটনায় ফুসে উঠেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ সহকারী শিক্ষকগণ। এর বিচারের দাবি জানানো হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের নিকট। বৃহস্পতিবার ১৪ ফেব্র“য়ারী বেলা ১টার দিকে উপজেলার হরিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। জানা যায়, হরিতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ চৌধুরী পঞ্চম শ্রেনীর জনৈক ছাত্রীর গায়ে হাত তুলে শাসন করছিলেন। গায়ে হাত তুলে শাসন করার প্রতিবাদ করেন সহকারী শিক্ষকরা। এ সময় তিনি নারী শিক্ষিকাদের অফিস কক্ষে আটকিয়ে বাহিরে তালা দেন। পরে আবারও পঞ্চম শ্রেণীর ক্লাসে ডুকে জনৈক ছাত্রীসহ অন্যান্য ছাত্রীদেরকে কিল ঘুষি মারেন।
চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রধান শিক্ষকের কবল থেকে রুমের তালা খুলে শিক্ষিকাদের বের করেন।
শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের এহেন আচরণের বিক্ষোব্ধ হয়ে মিছিল বের করে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় গিয়ে অভিযোগ করেন।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন বলেন, শিক্ষার্থীরা আমার অফিসে এসেছিল, আমি তাদের অভিযোগ শুনেছি, আগামীকাল উভয় পক্ষেরই বক্তব্য শুনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
এ দিকে অভিযুক্ত প্রধান শিক্ষক আবু সাঈদ চৌধুরী বলেন, ঘটনাটি সম্পূর্ণ সাজানো নাটক, স্কুলের সভাপতি স্কুলের বিভিন্ন কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করেন, সেই সুযোগ না দেওয়াতে তিনি আমার বিরুদ্ধে এই অপ-প্রচার শুরু করছেন।