Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বামকান্দি গ্রামের কৃতি সন্তান দিলকাছ মিয়ার পিএএম পদক অর্জন

স্টাফ রিপোর্টার ॥ বামকান্দি গ্রামের কৃতি সন্তান মোঃ দিলকাছ মিয়া পিএএম (সাহসিকতা) পদক পেয়েছেন। গত ১২ ফেব্র“য়ারি গাজীপুর জেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি অনুষ্টিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৯তম জাতীয় সমাবেশ কুচকাওয়াজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ প্রেসিডেন্ট আনসার মেডেল (পিএএম) পদক পরিয়ে দেন। মোঃ দিলকাছ মিয়া হবিগঞ্জ জেলার সদর উপজেলার ১নং লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামের মোহাম্মদ জিতু মিয়া ও মোছাঃ ফুলমালা আক্তার এর জ্যেষ্ঠ সন্তান। তিনি ২০০৪ সালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে “ব্যাটালিয়ন আনসার” পদে নিয়োগ প্রাপ্ত হন। চাকরি জীবনে তিনি চট্টগ্রাম পার্বত্য এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করে বর্তমানে মহাপরিচালকের সচিবালয় মনিটরিং শাখায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরে মনিটরিং মাঠকর্মী (কম্পিউটার অপারেটর) হিসেবে কর্মরত রয়েছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে বীরত্বপূর্ণ, সাহসিকতাপূর্ণ এবং দৃাষ্টান্তপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরুপ ১৫৩ জনকে এ পদকে ভূষিত করা হয়।