Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরের শাহ আলম পেলেন আনসার গ্রামপ্রতিরক্ষা বাহিনীর পিএএম পদক

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর মনিটরিং এফএস হিসেবে কর্মরত থেকে কর্মজীবনে অসীম সাকসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ও শৃংখলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য প্রেসিডেন্ট আসনার (সাহসিকতা) পিএএম পদক পেয়েছেন মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের কৃতিসন্তান খাদেম মোঃ শাহ আলম। বর্তমানে তিনি ঢাকা জেলায় মনিটরিং এফএস হিসেবে কর্মরত আছেন।
তিনি ওই উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজী বাজার ফহেতপুর গ্রামের খাদেম বাড়ির মৃত খাদেম শাহ আব্দুল ওয়াহেদ শাহ এর ২য় পুত্র।
এর আগে গত ২৮ জানুয়ারী স্বরাষ্ট্র মন্ত্রাণালয় তাকে পিএএম পদকে ভূষিত করে ওই বাহিনীর ১৫৩ জনের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। এ উপলক্ষে গতকাল ১২ ফেব্র“য়ারী রোজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গাজীপুর আনসার একাডেমীর জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদেম মোঃ শাহ আলমকে এ পদক প্রদান করেন।