Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অপরাধের সঙ্গে জড়িত শিশুর ছবি- নাম প্রকাশ করা যাবে না-হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়েছেন যে, কোনো অপরাধের সঙ্গে জড়িত কোনো শিশুর ঠিকানা, নাম কিংবা ছবি প্রকাশ করতে পারবে না গণমাধ্যম। গণমাধ্যম এমন কিছু তথ্য দিতে পারবে না যাতে শিশুর পরিচয় প্রকাশ হয়ে যেতে পারে।
গতকাল মঙ্গলবার শেখ হাসান আরিফ ও রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ আইন সচিব, তথ্য সচিব, আইন বিষয়ক প্রতিবেদককে এ বিষয়ে পর্যবেক্ষণ করতে বলেছেন যাতে গণমাধ্যমে শিশুর এমন কোনো তথ্য প্রকাশ করতে না পারে।
গত বছরের নভেম্বরে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইয়্যেদুল হক সুমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেছিলেন।
শিশু আইন, ২০১৩ এর ২৮ ধারা অনুযায়ী, শিশু অপরাধীর নাম, ঠিকানা, ছবিসহ তার পরিচিতি সংবাদপত্র, ম্যাগাজিনসহ যেকোনো সংবাদ মাধ্যমে প্রচার-প্রকাশ বন্ধের নির্দেশ কেন দেয়া হবে না মর্মে রুল চাওয়া হয়েছিল রিটে।