Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হাজারো কর্মী সমর্থক নিয়ে চেয়ারম্যান পদে মোতাচ্ছিরুল ইসলামের মনোনয়ন দাখিল

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর বার বার নির্বাচিত প্রেসিডেন্ট মোতাচ্চিরুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্ণিং অফিসার মোঃ ফজলুল জাহিদ পাভেল এর নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল দুপুরে শহরের ডাকঘর এলাকাস্থ বাসভবন থেকে পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী, সমর্থক নিয়ে কোর্ট মসজিদ প্রাঙ্গণে যান। সেখানে হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিশিষ্ট মুরুব্বীয়ান, সদর উপজেলা, হবিগঞ্জ পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, হবিগঞ্জ পৌর এলাকার ব্যবসায়ী ও যুবসমাজের নেতৃবৃন্দ জড়ো হন। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে মোতাচ্ছিরুল ইসলাম বলেন, দল আমাকে মনোনয়ন না দিলেও সর্বস্তরের জনগণের দাবী প্রেক্ষিতে আমি প্রার্থী হয়েছি। তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহিরের সহযোগিতায় হবিগঞ্জ সদর উপজেলার উন্নয়নে দীর্ঘ বছর ধরে কাজ করে যাচ্ছি। বাকী সময় টুকুও এলাকাসহ গরীব-দুঃখী মানুষের উন্নয়নে শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে যাব। পরে সকলকে নিয়ে জেলা প্রশাসক কার্যায়ে গিয়ে বার পঞ্চায়েতের বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব মোঃ আহছান উল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আরব আলী, ডাঃ এম এ রব, প্রাক্তন মেম্বার আব্দুল ওয়াহেদ, আনোয়ার আলীকে সাথে নিয়ে মনোনয়নপত্র হস্তান্তর করেন।