Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির প্রতিবাদ সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবীতে নবীগঞ্জে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া।
বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ-সভাপতি সাবেক কাউন্সিলর রুহুল আমিন রফু, নাসির চৌধুরী, আব্দুল মালিক, মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, জয়নাল আবেদিন, বিএনপি নেতা আব্দুল আলীম ইয়াছিনী, বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ, আব্দুল মালিক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অনন্ত কুমার দাশ, বিএনপি নেতা বাউসা ইউপি বিএনপি কওছর মিয়া, সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান শিশু, পৌর কৃষকদলের সভাপতি আব্দুল মান্নান, কাউন্সিলর সুন্দর আলী, উপজেলা মৎসজীবি দলের সভাপতি সাহেব আলী, নবীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহবায়ক শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বিভু আচার্য্য, শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ ঠাকুর রানা, সাহেব আলী, বিএনপি নেতা আব্দুর রউফ, রশময় শীল, মাহমুদ চৌধুরী, আব্দুল হান্নান, আউশকান্দি ইউপি বিএনপি নেতা ইসরাইল মিয়া, সদর ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সফিক মিয়া, পানিউমদা ইউনিয়ন বিএনপির সভাপতি মালিক মিয়া, দেবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ কাপ্তান মিয়া, গজনাইপুর ইউপি বিএনপি সাধারণ সম্পাদক আবুল খয়ের কায়েদ, বিএনপি নেতা ময়না মিয়া, আমিনুর রহমান এলাইছ, ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জানার মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মিয়া, বিএনপি নেতা মানিক লাল দাশ, তইবুর রহমান, আব্দুস সালাম, যুবদল নেতা ছানু মিয়া, আলমগীর মিয়া, আনোয়ার হোসেন কনু, আলিনুর পাশা, বুরহান উদ্দিন ওয়েছ, শাহিন চৌধুরী, রুহুল আমিন শমসের, মীর বাচ্চু, সামছু মিয়া, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জিতু মিয়া সেন্টু, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুকন চৌধুরী, শিপন চৌধুরী, বাউসা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, শেখ শিপন, মিটন আহমেদ, মিজানুর রহমান মিজান আলিফ উদ্দিন, কলেজ ছাত্রদল নেতা কপিল উদ্দিন, আমির হামজা, সাইদুর মিয়া, কাজী কিবরিয়া। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেন, দেশনেত্রী বেগম খালেদার মুক্তির স্বার্থে আগামীদিনের আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।