Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ৩ দিন ব্যাপী ঝাঁক-জমক লোক উৎসব ॥ ভাটির সুরের টানে

স্টাফ রিপোর্টার ॥ “ভাটির সুরের টানে” এ শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জালাল ষ্টেডিয়ামে শুরু হচ্ছে প্রাণ লোক উৎসব। ৩ দিন ব্যাপি ওই লোকজ উৎসবের আয়োজন করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন। ১৪ ফেব্র“য়ারী থেকে ১৬ ফেব্র“য়ারী মহা সমারোহে অনুষ্টিত হবে লোকজ এই উৎসব। ঝাঁকজমকপুর্ণ এ অনুষ্ঠানে দেশের প্রখ্যাত সংগীত শিল্পীগণ উপস্থিত থেকে গান পরিবেশন করবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৩ দিনের ওই অনুষ্ঠানে কন্ঠ শিল্পী বাউল আঃ রহমান, ফকির শাহাবুদ্দিন, বাউল রনেশ ঠাকুর, সেলিম চৌধুরী, রিংকু, শাহনাজ বেলী, বাউলা আশিক, রুমা সরকার, চিশতি বাউল, কাজী শুভ, গামচা পলাশ, কামরুজ্জামান রাব্বি, জালালী সালমা, লায়লাসহ অন্যান্য শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করবেন। লোকজ ওই অনুষ্ঠানকে সফল করার জন্য ইতোমধ্যেই নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।