Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে ওয়াজ মাহফিলের চাঁদা নিয়ে সংঘর্ষে নিহত ১

মখলিছ মিয়া ॥ বানিয়াচংয়ে ওয়াজ মাহফিলের চাঁদা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ওমর আলী নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে দু’পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পৈলারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওমর আলী একই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, প্রতি বছর পৈলারকান্দি গ্রামবাসী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এ বছরও ওয়াজ মাহফিলের প্রস্তুতি নেয়া হয়। গতকাল শুক্রবার জুমার নামাজের পর গ্রামের মসজিদে বসে চাঁদা সংগ্রহের তালিকা তৈরি করা হয়। লিটন নামে এক কৃষকের চাঁদা ধরা হয় ৫’শ টাকা। এ সময় লিটন জানান ৫’শ টাকা দেয়ার সামর্থ নেই তার। এ নিয়ে ওমর আলীর সঙ্গে তার তর্কবিতর্ক হয়।
পরে বিকেলের দিকে লিটন ও ওমর আলীর ছেলে বাবলুর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংষর্ঘে লিপ্ত হন। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। গুরুতর আহত ওমর আলণীকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য সানাউল হক হারিছ জানান, ওমর আলী মেম্বার নিহতের ঘটনার পর প্রতিপক্ষের একটি দোকানের জিনিসপত্র লুটপাটসহ অন্তত ২০টি ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বানিয়াচং থানার ওসি মোহাম্মদ রাশেদ মোবারক বলেন, পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।