Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে কোচিং বাণিজ্য চলছে-ই

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে কোচিং বাণিজ্য চলছে-ই। সরকারি বিধি নিষেধ থাকা সত্বেও তা মানছেন না কোচিংয়ের সাথে সংশ্লিষ্ট শিক্ষকরা। এতে করে শিক্ষাখাতে ধ্বস নামছে বলে মন্তব্য করেছেন নবীগঞ্জের সুশীল-সমাজ। নবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাইস্কুল ও কলেজ ঘুরে দেখা যায় শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম। এব্যাপারে কোচিং সেন্টারে পড়–য়া এক শিক্ষার্থীর কাছে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী জানান, কলেজে ঠিকমত ক্লাস হয় না আর হলে ও তা মনোযোগী হয়ে পড়ান না ক্লাস শিক্ষক। কারণ ক্লাসে মনোযোগ দিয়ে পড়ালে আমরা প্রাইভেট কোচিং সেন্টারে যাবো না। এজন্য ওইসব শিক্ষকরা কৌশল অবলম্বন করছেন। নবীগঞ্জ শহরে উল্লেখযোগ্য যে কয়েকটি প্রাইভেট কোচিং সেন্টার রয়েছে তন্মধ্যে-উপজেলা পরিষদ গেইটের সামনে আইসিটি সলিশন কোচিং সেন্টার, ডাকবাংলার পাশে গুরুগৃহ কোচিং সেন্টার, শেরপুর রোডস্থ পাচতলা বিল্ডিংয়ে প্রতি সপ্তাহে তিনদিন সোমবার, বুধবার, বৃহস্পতিবার চলে প্রাইভেট কোচিং। এব্যাপারে জানতে চাইলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানি বলেন, যদি নবীগঞ্জের কোথায়ও প্রাইভেট কোচিং সেন্টার চলছে এমন কোন তথ্য পাওয়া যায় তাহলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।