Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং বড় বাজারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত ॥ আংতক

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সদরের বড়বাজারে চোর আতংকে ব্যবসায়ীরা। ৩ দিনে ৩ ব্যবসা প্রতিষ্টানে দুঃসাহসিক চুরি সংঘটি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বড়বাজার আলিয়া মাদ্রাসা রোডে অবস্থিত জিসান এন্টার প্রাইজ এন্ড মাসুম ট্রাভেলস এর বেনটিলেটার কেটে সংঘবদ্ধ একটি চোর চক্র ঘরে প্রবেশ করে ১টি স্ট্রিলের ফাইল কেবিনেট ভেঙ্গে নগদ টাকা, পাসপোর্ট, ব্যাংকের চেক বইসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। গতকাল সকাল ৯ টায় মাসুম ট্রাভেল্স এর মালিক দোকান খুলে এসে দেখতে পান স্ট্রীলের ফাইল কেবিনেট ভাঙ্গা এবং দোকানের ভিতরে থাকা অনেক কাগজপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে দোকানের পিছনে গিয়ে তিনি দেখতে পান বেনটিলেটার কেটে চোর দোকানে প্রবেশ করেছে। চুরির বিষয়টি জানার পর বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ব্যবসায়ী লুৎফুর রহমান, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক সেলিম মিয়াসহ অনেক ব্যবসায়ী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাসুম মিয়া এ ঘটনায় বানিয়াচং থানায় একটি জিডিএন্টি দায়ের করেছেন। এদিকে গত মঙ্গলবার দিবাগত রাতে ব্যবসায়ী বাচ্চু মিয়ার চাউলের দোকান এবং বুধবার দিবাগত রাতে ব্যবসায়ী ইমরান মিয়ার দোকানেও একই কায়দায় চুরি সংঘটিত হয়েছে। তাদের দোকান থেকেও নগদ টাকা ও অনকে মূল্যবান মালপত্র চুরি হয়। পরপর কয়েকটি চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।