Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় শ্রেষ্ট শচীন্দ্র কলেজ

স্টাফ রিপোর্টার ॥ শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা ২০১৯ এর উচ্চ মাধ্যমিক পর্যায়ে বানিয়াচং উপজেলায় শ্রেষ্ট স্থান দখল করে শচীন্দ্র কলেজ। গতকাল বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় উপজেলা মাঠ প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দলীয়ভাবে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রাথমিক স্তরে এ প্রতিযোগিতায় মদনমুরত সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্তরে জনতা উচ্চ বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক স্তরে শচীন্দ্র কলেজ শ্রেষ্টত্ব অর্জন করে। বিজয়ী দলগুলো জেলা পর্যায়ে এ মাসের শেষের দিকে অংশ গ্রহণ করবে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কাউসার শুকরানা। এ প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার।
সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি বলেন, বানিয়াচং এর সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে বিশেষ করে শচীন্দ্র কলেজ। শচীন্দ্র কলেজের সাংস্কৃতিক কর্মকান্ডকে বেগবান করার জন্য সহ শিক্ষা বিভাগ গঠন করেছেন এ জন্য তাদের ধন্যবাদ জানান এবং সাংস্কৃতিক কার্যক্রমকে অব্যাহত আহ্বান জানান। পরে মোঃ মামুন খন্দকার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন। এ প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।