Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা জজ আদালতের নাজির ওসমান রেজা-উল করিম’র অবসর জনিত বিদায় সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা জজ আদালতের নাজির মোঃ ওসমান রেজা-উল-করিম (খোকন) সরকারি চাকুরি হতে গতকাল মঙ্গলবার অবসর নিয়েছেন। এ উপলক্ষে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী’র পক্ষ থেকে বিদায়ী অতিথিকে শুভেচ্ছাসহ সম্মাননা স্মারক প্রদান করেন হবিগঞ্জ জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামালসহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর অন্যান্য বিচারকবৃন্দ ও বিদায়ী অতিথির সহকর্মীবৃন্দ। সকলে তাঁর অবসরোত্তর জীবন সুস্থ, সুন্দর ও সুখময় হোক, এই কামনা করেন।
উল্লেখ্য, মোঃ ওসমান রেজা-উল-করিম ১০ জুলাই, ১৯৮১ সালে বার্ণিকুলার ডিপার্টমেন্টে জেনারেল এ্যাসিস্ট্যান্ট হিসাবে সিলেট জেলা জজ আদালতে যোগদান করেন। ১৯৮৪ সালে বেঞ্চ সহকারী হিসাবে হবিগঞ্জ জেলা জজ আদালতে যোগদান করেন। পরবর্তীতে ১৯৮৫ সালে সেরেস্তাদার পদে পদোন্নতিপ্রাপ্ত হন। তিনি সেরেস্তাদার থাকাবস্থায় বিভিন্ন সময়ে হবিগঞ্জ জেলা জজ আদালতের রেকর্ডকীপার, হিসাবরক্ষক, প্রধান তুলনাকারক এর দায়িত্ব পালন করেন। ২০১০ সালে নাজির হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। ব্যক্তি জীবনে তার স্ত্রী ও একমাত্র পুত্র সন্তান রয়েছে।