Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পিপিএম পদক পেলেন হবিগঞ্জের সন্তান নূরুল আমীন

স্টাফ রিপোর্টার ॥ অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজসহ সমাজে নানান অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ (পিপিএম-সেবা) পদক পেয়েছেন ডিএমপি ঢাকা ওয়ারী জোনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনা নূরুল আমীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে হবিগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ নূরুল আমীনকে এ ব্যাজ পড়িয়ে দেন। মোহাম্মদ নূরুল আমীন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের মাস্টার মমদু মিয়ার পুত্র। বর্তমানে তিনি ডিএমপি ঢাকা ওয়ারী জোনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। গতকাল সোমবার ঢাকাস্থ রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে তাকে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পুর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিপিএম, বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক-পিপিএম, পিপিএম-সেবা পদকের জন্য মনোনীত হন দেশের ৩৪৯ পুলিশ কর্মকর্তা।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরুল আমীন চাকরিতে যোগদানের পর থেকেই দক্ষতার সাথে কাজ করে আসছেন। নিরাপদ সড়ক চাই আন্দোলনে তিনি গান গেয়ে ছাত্রছাত্রীদের মন জয় করে সকলের প্রশংসা পান। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।