Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা আইন শৃংখলা কমিটির সভায় তোপেরমুখে বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজ ॥ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্র“তি

স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ে জেলা শহরের বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে হবিগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির সভায় বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানকে সতর্ক করে দিয়েছেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। এ সময় কমিটির সদস্যদের তোপের মুখে পড়েন নির্বাহী প্রকৌশলী। বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে তিনি কোন সদোত্তর দিতে না পারায় তার প্রতি ক্ষোভ প্রকাশ করা হয় সভায়। ভবিষ্যতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্র“তি দিয়ে এ যাত্রায় রক্ষা পান নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃংখলা কমিটির সভা জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার এক পর্যায়ে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ গত ৩দিন যাবৎ শহরের বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করলে জেলা প্রশাসক সভায় উপস্থিত বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান এর নিকট কৈফিয়ত চান। এ সময় নির্বাহী প্রকৌশলী বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে সন্তোষজনক কোন জবাব দিতে না পারায় সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ অবস্থায় জেলা প্রশাসক নির্বাহী প্রকৌশলীকে সতর্ক করে দিয়ে ভবিষ্যতে শহরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা বললে নির্বাহী প্রকৌশলী আশ্বাস প্রদান করেন। এ সময় বিদ্যুৎ প্রসঙ্গ নিয়ে কথা বলেন, হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। এ ছাড়াও সভায় নবীগঞ্জের গাবদেবে স্কুল ছাত্রী নিহতের ঘটনায় এলাকাবাসী ও পরিবহন মালিক শ্রমিক সংগঠনের মধ্যে সৃষ্ট বিরোধ নিয়ে আলোচনা ও শহরের জলাবদ্ধতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন, বিজিবি ৫৫ ব্যাটালিয়নের কমান্ডার লেঃ কর্ণেল আরমান, এডিএম সুলতান আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত হালদার, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক মোফাজ্জল ইসলাম চৌধুরী, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র ফরিদ আহমেদ অলি ও হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম।