Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে আটককৃত চোরকে জরিমানা আদায় করে ছেড়ে দেয়ায় এলাকাবাসীর ক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে আটককৃত চোরকে জরিমানা আদায় করে ছেড়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের উমরপুর বাজারে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার জুম্মার নামাজের সময় উমরপুর বাজারের মোবাইল ব্যবসায়ী কাওসার মিয়ার দোকানের টিন কেটে ঘরে প্রবেশের সময় পার্শ্ববর্তী চা দোকানের ক্রেতা গরীব উল্লা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষনিক উমরপুর বাজারের ব্যবসায়ী পুরুক মিয়া, মামুনসহ এগিয়ে এসে উমরপুর গ্রামের বদরুল নামে জনৈক চোরকে আটক করে। পরে আটককৃত চোরকে উমরপুর গ্রামের সাবেক মেম্বার আব্দুর রউফ, জুনাব আলী, ছালেক মিয়া, দরবেশ মিয়ার কাছে নিয়ে আসা হলে তারা তাকে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।
এলাকাবাসী এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন চিহিৃত চোরকে আইনের কাছে সোর্পদ না করে তাকে ছেড়ে দেয়ায় এলাকায় চুরি-ডাকাতি বৃদ্ধি পেতে পারে।
উল্লেখ্য, ইতিপূর্বে উমরপুর বাজারের ব্যবসায়ী কাওছার মিয়ার দোকানে আরও কয়েকবার চুরি হয়েছে। এ বিষয়ে কাওসার মিয়া বানিয়াচং থানায় জিডি করেছেন।