Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিলেটে বিকট শব্দে ভূমিকম্প

সিলেট প্রতিনিধি ॥ ভূমিকম্প হলে কেঁপে ওঠে পৃথিবী। এমনটিই এতদিন দেখে এসেছে সবাই। তবে শনিবার ভূমিকম্পের ভিন্নরূপ দেখল সিলেটবাসী। শনিবার সকালে সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়। এতে কেঁপে ওঠে পুরো সিলেট। একইসঙ্গে ভূমিকম্পের সময় বিকট শব্দ হওয়ায় বাড়তি আতঙ্ক দেখা দেয় নগরবাসীর মাঝে। এমনটি হয়েছিল গত ১৪ জানুয়ারিও। ওইদিনের ভূমিকম্পেও কম্পনের সাথে বিকট শব্দ হয়। ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত সিলেট। সিলেটে প্রায়ই ছোটছোট ভূমিকম্প অনুভূত হয়। তবে গত দুদিনের ভূমিকম্পের সময় বিকট শব্দে বাড়তি আতঙ্ক দেখা দেয় নগরবাসীর মধ্যে। ভূমিকম্পের পর সোশ্যাল মিডিয়ায়ও দেখা যায় এই আতঙ্কের ছাপ। অনেককেই ভূমিকম্পের নতুন ধরণ নিয়ে আতঙ্ক ও উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শব্দের সাথে ভূমিকম্পের সরাসরি কোনো সম্পর্ক নেই। শনিবার সকাল সাড়ে আটটায় সিলেটে ভূকম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী ছিলো এই কম্পন ও শব্দ। সিলেটের ৪০ কিলোমিটার উত্তর দিকে ২.৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি বলে সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়। এর আগে ১৪ জানুয়ারি দিনগত রাতে ২.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের সাথে বিকট শব্দের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী বলেন, ‘বড় বড় বিল্ডিং করার সময় পাইলিং করা হয়। ওই সময় মাটির নিচে রড সহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়। যখন ভূমিকম্প হয় তখন মাটির নিচের এসব উপকরণ কাঁপে। এই কম্পনে বিল্ডিংয়ের নিজস্ব একটি শব্দ হয়। এই শব্দ যারা বিল্ডিং ও তার আশপাশে থাকেন তারা শুনতে পারেন। তবে এই শব্দে আতঙ্কিত হওয়া কিছু নেই।’
এ ব্যাপারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম বলেন, ‘ভূমিকম্পের সাথে এই শব্দের কোনো সম্পর্ক নেই। যখন ভূমিকম্প হয় তখন বিভিন্ন জিনিস উপর থেকে নিচে পড়ে। এছাড়াও ভূমিকম্পে বিল্ডিংগুলোতেও নিজস্ব শব্দ তৈরি হয়।